পরিবেশ রক্ষার সমালোচনাকারীই মার্কিন পরিবেশবাদী সংস্থার প্রধান

পরিবেশ রক্ষার সমালোচনাকারীই মার্কিন পরিবেশবাদী সংস্থার প্রধান

শেয়ার করুন

_94719390_mediaitem94719389বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা ‘এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি বা ‘ইপিএ’-এর প্রধান হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত স্কট প্রুইট।

ওয়াশিংটন ডিসিতে শুক্রবার স্কট প্রুইটের শপথবাক্য পাঠ করান বিচারপতি স্যামুয়েল এলিটো। স্কট নিজেই ছিলেন ইপিএ’র তীব্র সমালোচক। তাই তাকেই সংস্থাটির প্রধান হিসেবে মনোনয়ন দেয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইপিএ’র অনেক কর্মকর্তাই এই নিযোগের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন।

প্রুইটের মনোনয়নের অনুমোদনের বিষয়টি বিলম্ব করতে ডেমোক্রেট দল বারবার চেষ্টা করার পরও, বৃহস্পতিবার তাকেই অনুমোদন দেয় রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট।

গত বৃহস্পতিবার ওকলাহোমার এক বিচারক মঙ্গলবারের মধ্যে তেল-গ্যাস কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে প্রুইটের লেনদেন করা ইমেইল প্রকাশ করার নির্দেশ দেন। কিন্তু প্রুইট ইমেইলগুলো প্রকাশ করতে অস্বীকৃতি জানালে ডেমোক্রেটরাও সিনেটের আগের ভোটের ফলাফল বয়কট করেন।