নড়াইলে রাস্তার ধূলায় কাহিল বাসিন্দারা

নড়াইলে রাস্তার ধূলায় কাহিল বাসিন্দারা

শেয়ার করুন

2e02bc4e28dc6e912f4f5beabc2b6b00-5948d3e83867dছবি-সংগৃহীত
।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
নড়াইল-মাগুরা ভায়া হবখালি সড়কের বীর শ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়াম থেকে
কাগজিপাড়া মোড় পর্যন্ত বাতাসে ধূলিকণার পরিমাণ এতটাই বেশি যে, সড়কের পাশে
দাঁড়ালেই হাঁচি-কাশি শুরু হয়ে যাবে।
এলাকাবাসির অভিযোগ, জানালা-দরজা খোলা রাখলে ঘরের ভেতরে ধূলার আস্তরণ পড়ে
যায়। গত ছয় মাস ধরে কাঁশি ও হাঁচি বেড়ে গেছে সড়ক সংলগ্ন বাসিন্দাদের। তারা জানান
জেলা সাব রেজিষ্টার অফিসের সামনে থেকে ডুমুরতলা হয়ে কাগজিপাড়া মোড় পর্যন্ত
রাস্তার অবস্থা এতটাই খারাপ ও ঝুকিপূর্ণ যে, আস্তে ধীরে গাড়ী চলাচল করলেও রাস্তার ধূলা
উড়ছে ।
বায়ূ দূষনের নিরিখে নড়াইল জেলা খুলনা বিভাগের প্রথম সারিতে। পরিবেশবিদ রনজিৎ
বিশ্বাস বলেন, দূষনের বিপদ যে প্রশাসনের কাছে গুরুত্ব পায় না নড়াইল-মাগুরা ভায়া
হবখালি সড়কের অবস্থা সেটাই প্রমাণ করে।
ধোন্দা গ্রামের শুকুর আলী,রমজান শেখসহ এলাকার মানুষ জানান, গাড়ীর ধোঁয়া এবং
সড়কের ধূলা দূষন থেকে পরিত্রাণ পেতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের
জানানো হয়েছে। কিন্তু গত তিন মাসেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ট্রেন
লাইন এবং ঢাকা-নড়াইল ভায়া বেনাপোল সড়ক প্রশস্ত করণে বালু ভর্তি ১০ চাকার
ট্রাক চলাচল করায় সড়কে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টিসহ বায়ূ দূষণের অন্যতম
কারণ হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগ কী করছে সেই প্রশ্নও তুললেন খুলনা
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও মাছিমদিয়া এলাকার বাসিন্দা শিল্পী
বিমানেশ বিশ্বাস।
গতকাল সোমবার সকাল ১০টায় সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা গেছে,রাস্তার পিচ
উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বালু ভর্তি ট্রাক চলাচল করায় ধূলার হাত
থেকে রেহাই পেতে রাস্তা সংলগ্ন যে সমস্ত বাড়িঘর রয়েছে সবগুলো বাড়ির দরজা-
জানালা বন্ধ। অনেক পরিবার নিজেদের ধূলার কবল থেকে রেহাই পেতে বাড়ির সামনে
পলিথিন টানিয়ে রেখেছে। কাপড় ও বাড়ির আঙিনায় লাগানো গাছপালার ওপর পড়েছে
ধূলার আস্তরণ। বিকল্প ব্যবস্থা না থাকায় ছোটবড় অসংখ্য গর্তের ওপর দিয়েই চলাচল করছে যানবাহন।

অনেকে ধূলার কবল থেকে নিজেদের রক্ষার্থে নিজ উদ্যোগে
বাড়ির সামনের রাস্তায় পানি ছিটাচ্ছেন।
ডুমুরতলা গ্রামের গৃহবধূ নাছরিন সুলতানা,শারমিন সুলতানাসহ একাধিক গৃহবধূ
বলেন,কোনো সময়েই আমাদের ঘরের জানালা খুলতে পারিনা। খুললেই ঘরের মধ্যে
ধূলাবালি প্রবেশ করে। বাড়ির আঙিনায় লাগানো গাছপালার ওপর ধূলার আস্তরণ পড়ে
গেছে। রান্না করলে তার মধ্যে ধূলাবালি উড়ে পড়ছে। গাড়ীর শব্দ শুনলেই ভাতের থালা
নিয়ে দূরে গিয়ে খেতে হচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই।
ইজিবাইকচালক মো.শমসের আলী বলেন,রাস্তা ভরা ছোট বড় গর্ত। যাত্রী রিয়ে চলাচল করা যায় না।
ঝাকুনিতে কোমর ব্যাথা হয়ে যায়। গাড়ির ক্ষতি হচ্ছে।
বাসচালক মতিয়ার শেখ বলেন,নড়াইল-গঙ্গারামপুর ভায়া হবখালি সড়কের দূরত্ব ২২ কিলোমিটার।
আগে সময় লাগতো ৪৫ মিনিট। এখন সেখানে সময় লাগে প্রায় দেড় ঘন্টা। রাস্তায় ছোট বড় গর্ত
থাকায় গাড়ীরর পাতি ভেঙে যায়। অনেক সময় গাড়ীর চাকা নষ্ট হয়। সতর্ক হয়ে আমেস্ত আস্তে গাড়ী
চালাতে হচ্ছে।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এ,এম আতিক উল্লাহ
বলেন,ঢাকা-বেনাপোল ভায়া নড়াইল মহাসড়কসহ ট্রেন লাইনে বালুর কাজ করতে গিয়ে
জনদুর্ভোগ বেড়েছে। কিন্তু আগামি প্রজন্মের ভবিষ্যত উন্নয়নে এলাকার মানুষকে
এটুকু কষ্ট সহ্য করতে হবে। তিনি বলেন,মহাসড়ক এবং ট্রেন লাইলের নড়াইল অংশের
নির্মাণ কাজ সম্পন্ন হলেই জনদুর্ভোগ কমবে। নড়াইল-মাগুরা ভায়া হবখালি ও
আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।