ঢাকার খালের অবস্থা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে হাইকোর্টের নির্দেশনা

ঢাকার খালের অবস্থা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে হাইকোর্টের নির্দেশনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ৫০টি খালের বর্তমান অবস্থা, অবস্থান ও সীমানা নির্ধারণ, দখলদার ও দূষণকারীদের তালিকা তৈরি এবং খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য ছয় মাসের মধ্যে একটি কর্মপরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে ছয় মাস সময় দেয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে এ আদেশ দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউকের চেয়ারম্যান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। ঢাকার খাল নিয়ে গত অক্টোবর ও নভেম্বরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন যুক্ত করে গত মাসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা রিট আবেদন করে গত ২৭ নভেম্বর।