জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন লায়নরক

জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন লায়নরক

শেয়ার করুন

lionrock লায়নরক

বিশ্বসংবাদ ডেস্ক:

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন লায়নরক আঘাত হানতে যাচ্ছে।

মঙ্গলবার যেকোনো সময় টাইফুনটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। টাইফুনের প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত এবং প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর বড় ধরনের সামুদ্রিক ঢেউ আঘাত হানার বিষয়ে সতর্ক করা হয়ছে।

টাইফুন লায়নরক স্থানীয় সময় সকাল নয়টার দিকে চোশি নগরীর ১শ’ ৭০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। সেখানে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১শ’ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে।

টাইফুনটি ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। দিন শেষে এটি জাপানের উত্তর-পূর্বে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ১৯৫১ সালে দেশের বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ পদ্ধতি চালু করার পর থেকে প্রশান্ত মহাসাগরের এ অঞ্চলে সরাসরি আঘাত হানতে যাওয়া এটা হবে প্রথম টাইফুন।