জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে

জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে

শেয়ার করুন

climatebg_773784221এটিএন টাইমস ডেস্ক:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে টেকসই কৃষি উৎপাদনের পাশাপাশি খাদ্যাভ্যাস বদলানোর কথা বলছেন বিশেজ্ঞরা। আর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য উৎপাদনে নতুন অঞ্চলের কথা ভাবছে সরকার।

ধান উৎপাদনের প্রধান ক্ষেত্র ছিল উত্তরাঞ্চল। দিন দিন কমছে আবাদি জমি আর বাড়ছে জনগোষ্ঠী। বাড়তি উৎপাদন লক্ষ্যমাত্রার চাপ সামলাতে দরকার হয় বাড়তি কৃষিজমির। এর মধ্যে বাধ সাধে কখনও প্রকৃতি, কখনও জলবায়ু পরিবর্তন।

এসব প্রতিকূলতা মাথায় রেখে দেশের দক্ষিণাঞ্চলে ধান উৎপাদনে নতুন ক্ষেত্র তৈরির পরিকল্পনা করছে সরকার।সরকারের সেই পরিবকল্পনা আরেক ধাপ এগিয়েছে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে। বরিশালে গিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সার্বিক সহায়তার।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উৎপাদন পরিকল্পনায় পরিবর্তনের পাশাপাশি বিপণন ও বাজার ব্যবস্থায় সংস্কার জরুরি।