জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া দুর্ভাগ্যজনক

জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া দুর্ভাগ্যজনক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গত ২ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতের জন্য পরিবেশবান্ধব ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৈশ্বিক যাত্রায় যুক্তরাষ্ট্রের মতো নেতৃস্থানীয় অংশীদার হারানো দুর্ভাগ্যজনক।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৮৮টি দেশের ঐকমত্যে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি যাতে প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়- এই শর্তে ২০১৫ সালে প্যারিসে ওই জলবায়ু চুক্তি হয়।