কুয়াকাটা সৈকত রক্ষায় বড় অর্থায়নের ডিপিপি প্রস্তাব করা হয়েছে— পানি সম্পদ মন্ত্রনালয়ের...

কুয়াকাটা সৈকত রক্ষায় বড় অর্থায়নের ডিপিপি প্রস্তাব করা হয়েছে— পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব রোকন উদ দৌলা

শেয়ার করুন

Pastuakhali Costal embakment pic (3)ছবি – এটিএন টাইমস
।। জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি ।।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৩৮ কোটি টাকা ব্যায়ে ৩৮ কিলোমিটার
বেরিবাঁধের উন্নয়ন কাজ চলছে। এ কাজটি সম্পন্ন হলে কলাপাড়া উচ্চ
জলোচ্ছাসের হাত থেকে রক্ষা পাবে। কুয়কাটা সমুদ্র সৈকত ভাঙ্গন থেকে রক্ষা
পাবে। বড় অর্থায়নের একটি ডিপিপি প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনাটি
অনুমোদিত হলে স্থায়ীভাবে কুয়াকাটা সৈকত ভাঙ্গন থেকে রক্ষা পাবে। নতুন
বিস্তৃত সৈকত তৈরি হবে।
শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় উপক’লীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের
চলমান কাজ, ক্ষতিগ্রস্থ বেরিবাঁধ ও কুয়াকাটা সৈকত পরিদর্শনকালে এসব
কথা বলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব রোকন উদ দৌলা।
কুয়কাটার ভাঙ্গন পরিদর্শন শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুয়কাটার
র্নিমানাধীন বেরিবাধে বৃক্ষ রোপন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন
উপক’লীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ পানি উন্নয়ন
বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা।