এশিয়ার অপরূপ সৌন্দর্যের ছয়টি লেক

এশিয়ার অপরূপ সৌন্দর্যের ছয়টি লেক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। এই মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে অন্য যেকোন মহাদেশ থেকে চমকপ্রদ তা মাউন্ট এভারেষ্ট-ই প্রমাণ করে। চোখ ধাঁধানোর মত অনেক সৌন্দর্যের অবস্থান এই এশিয়ায়। চলুন দেখে নেয়া যাক এশিয়ার ছয়টি অপরূপ সৌন্দর্যের স্বচ্ছ পানির জলাশয় বা লেক।

কাচো লেক, ইন্দোনেশিয়া

Lake-Kaco-Indonesia কাচো লেক

ইন্দোনেশিয়ার জাম্বিতে স্বচ্ছ পানির কাচো লেক অবস্থিত। কাচোলেকের পানি এতটাই স্বচ্ছ যে আপনি পানির মধ্যে থাকলে আপনার পুরো শরীরই দেখা যাবে।

নীল রঙয়ের স্বচ্ছ পানির এ লেক ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের লেমপুর গ্রামে অবস্থিত।

কাচো লেকটি কেরিনিক সাবলেট ন্যাশনাল পার্কের একটা অংশ।

 কায়াঙ্গেন লেক, ফিলিফাইন

কায়াঙ্গান লেক Philippines-Kayangan-Lake

দক্ষিণ-পূর্ব এশিয়া ও ফিলিপাইনের সবচেয়ে স্বচ্ছ পানির লেক হল কায়াঙ্গেন লেক। এ লেকটি ফিলিপাইনের করণ আইল্যান্ডে অবস্থিত।

কায়াঙ্গেন লেক পর্যটকদের জন্য করণ আইল্যান্ডের একটি আকর্ষণিয় স্থান।

এ লেকটিতে সবসময় পর্যটকের সমাগম থাকে।

ক্রিস্টাল লাগুন ক্রাবি, থাইল্যান্ড

Crystal-Lagoon-Krabi

থাইল্যান্ডে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষনীয় স্থান হল ক্রিস্টাল লাগুন ক্রাবি লেক। টিয়াও থাং এর ন্যাশনাল পার্ক এলাকায় এ আকর্ষনীয় লেকটি অবস্থিত।

ক্রিস্টাল লাগুন ক্রাবি লেকটি স্রা মোরাকাত নামেও পরিচিত।

এ লেকটির পানির উষ্ণতা সভাবিক তাই সুইমিংয়ের জন্য একটি আদর্শ স্থান। ক্রিস্টাল লাগুন ক্রাবি লেক ছুটির দিনে পর্যটকে ভরা থাকে।

ইকে কামিনিকো, জাপান

Ike-Kaminoko

জাপানের হোক্কাইড দ্বীপের খুদ্র এ লেকটি একটি আকর্ষনীয় স্থান।

ইকে কামিনোকো লেকটির প্রশস্ত ২২০ মিটার আবং দৈর্ঘ্য ৫ মিটার। ক্ষুদ্র এ লেক্টির পানি এতটাই স্বচ্ছ যে তলানিতে কি আছে সব স্পষ্ট দেখা যায়।

ঊহুয়া হাই লেক, চীন

Lake-Wuhua-Hai

ঊহুয়া হাই জিউযাইঘু এর একটি অংশ। জিউযাইঘু ইউনেস্কো কর্তৃক ঘোষিত হেরিটেজ অঞ্চল।

এ লেকটি তিব্বত হিমালায় প্লাটোয়ের মিন শান পাহাড়ের ধারে অবস্থিত।

উপর থেকে এ লেকটির পানির রং  নীল  এবং মাঝে মাঝে সবুজ রঙয়ের পানিও দেখা যায়।

নাল্টার লেক, পাকিস্তান

I-Naltar-lake

নাল্টার ভ্যালিতে অবস্থিত এ লেকটি। নাল্টার ভ্যালিতে তিনটি লেক অবস্থিত এবং এ লেকগুলোর অবস্থান অনেক উপরে।

সবুজ পাইন গাছ দ্বারা বেষ্টিত এ লেকটির পানি অনেক স্বচ্ছ।

পাকিস্তানের ট্যুরিজম বিভাগ সুত্রে জানা যায়, গ্রীষ্মকালে নাল্টার লেকে পর্যটকে গমাগম করে। কিন্ত শীতকালে এ লেকে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়।