রোকনুজ্জামান পারভেজ,শরীয়তপুর :
শরীয়তপুরের জাজিরা উপজেলার তিনটি ইউনিয়নের ১৮টি গ্রামে পদ্মা নদীতে ব্যপক ভাঙ্গন শুরু হয়েছে। দুইদিনের ভাঙ্গনে গ্রাম গুলোর চার‘শ পাঁচটি পরিবার গৃহহীন হয়েছে। প্রায় পাঁচ‘শ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভঙ্গনের হুমকীতে রয়েছে একটি বাজারের ৮০টি দোকান। বিদ্যালয়ের ভবন নদীতে বিলীন হওয়ায় পাঠদানকার্যক্রম বন্ধকরে দেয়া হয়েছে।
শরীয়তপুর পানিউন্নয় বোর্ড ও স্থানীয় সূত্রজানায়, গত সাত দিন যাবত পদ্মা নদীর পানিবিপদ সীমার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবৃদ্ধি পাওয়ার কারনে নদীর তীরবর্তী গ্রাম গুলোতে ভাঙ্গন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ও শনিবার পদ্মা নদীর ভাঙ্গনে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের সাতটি গ্রামের দুই‘শ পরিবার, বড়কান্দি ইউনিয়নের পাঁচটি গ্রামের ৭৫টি পরিবার ও কুন্ডেরচর ইউনিয়নের ছয়টি গ্রামের ১৫০টি পরিবার গৃহহীন হয়েছে। গ্রাম গুলোর প্রায় পাঁচ‘শ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো আশ্রয়ের জাগানা পেয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।
বিলাশপুর ইউনিয়নের সুরত খারকান্দি জগৎজননী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি গত বছর নদীগর্ভে বিলীন হয়েছে। তার পর একটি টিনের ঘর তৈরিকরে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানোহত।
গত বুধবার ওই টিনেরঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারনে বিদ্যালয়টি বন্ধ ঘোষনা করা হয়েছে। কুন্ডেরচর ইউনিয়নের খাজুর তলা বাজারটি ভাঙ্গনের হুমকীতে রয়েছে। নদীতে স্রোত,ভাঙ্গনের তীব্রতা থাকায় প্রতিদিনই কিছু অংশ নদীতে বিলীন হচ্ছে। নদী বাজারের নিকটে চলে আসায় ৮০টি দোকান বিলীন হওয়ায় হুমকীতে রয়েছে।
কুন্ডেরচর ইউপির সাবেক চেয়ারম্যান মোতালেব মাদবর বলেন,গত দুই দিন যাবত পদ্মার ভাঙ্গনের তীব্রতা বেশি। আমার বাড়ি ও ফসলী জমিবিলীন হয়ে গেছে। খাজুরতলা বাজারটি যে কোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
বিলাশপুর ইউপির কাইজ্জারচর গ্রামের জালাল আহম্মেদ বলেন,নদী ভাঙ্গনে আমরানি:স্ব হয়ে গেছি। বসত ভিটা ফসলি জমি সব নদীতে বিলীন হয়ে গেছে। কোথাও আশ্রয় না পেয়ে এখন খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে।
বিলাশপুর ইউপির রাড়ি কান্দি গ্রামের রোকসানা বেগম বলেন,নদী ভাঙ্গনের তালে তালে আমাদের বসত বাড়ি ও ভাংছে। বসত ঘর ভেঙ্গে সরিয়ে নিয়েছি,এখন খোলা আকাশের নীচে শিশু সন্তান নিয়ে বসবাস করছি।
জাজিরা উপজেলানির্বাহী কর্মকর্তা আব্দুলকাদের বলেন,জাজিরার অধিকাংশ এলাকা পদ্মা নদীর চর। প্রতিবছর এ অঞ্চলে নদী ভাঙ্গনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ভাঙ্গন কবলিতদের খাদ্য সহায়তা দেয়া হবে। তাদের যাতেপানি ও ঔষধের সংকট না হয় তার জন্য স্বাস্থ্য কর্মীদের মাঠেকাজকরতে নিদের্শ দেয়া হয়েছে।
শরীয়তপুর পাউবির নির্বাহী প্রকৌশলী একে এম এনামুল হক বলেন, জাজিরা, নড়িয়া ও শরীয়তপুর সদরের কয়েকটি এলাকায় বাঁধ নির্মানের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে আমরা কাজ শুরু করব। এই মুর্হুতে ভাঙ্গনরোধ করারজন্য কোন বরাদ্দ শরীয়তপুর কার্যালয়ে নেই।