সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি

শেয়ার করুন

Soumitra Chatterjee
চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সৌমিত্রের বাইপ্যাপ সাপোর্ট অর্থাৎ নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বুলেটিন প্রকাশ করে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি অশীতিপর এই অভিনেতা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের মতোই কোভিড চিকিৎসা চলছে সৌমিত্রের। গত কয়েক দিন ধরে যে ওষুধ দেওয়া হচ্ছিল, তা অপরিবর্তিত রয়েছে। এখনও পর্যন্ত দু’বার প্লাজমা থেরাপি হয়েছে তার। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য রয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে বুধবার নতুন করে সৌমিত্রর করোনা পরীক্ষা করার কথা রয়েছে। এ ভাইরাসে আক্রান্ত অভিনেতাকে ঠিক এক সপ্তাহ আগে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেই থেকেই চিকিৎসাধীন তিনি।

শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সৌমিত্রের প্রস্টেটের পুরোনো ক্যানসার ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস ও মস্তিষ্কে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে। তবে দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর খানিকটা হলেও উন্নতি লক্ষ্য করা গেছে।