শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল জব্বারের মরদেহ শহীদ মিনারে

শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল জব্বারের মরদেহ শহীদ মিনারে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ শহীদ মিনারে রাখা হবে বেলা এগারোটায় । সব শ্রেণী ও পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকে পাড়ি জমান এই কণ্ঠযোদ্ধা। অনেকদিন ধরেই তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছিলেন তিনি। হৃদরোগ, কিডনি জটিলতাসহ নানা ব্যাধিতে আক্রান্ত আবদুল জাব্বার বেশ কয়েকদিন ঠিকানা গড়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিছানায়।

গত পহেলা আগস্ট সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে নেয়া হয় তাকে। এরপর গত শনিবার অবস্থার অবনতি হয় তাঁর। অবশেষে বুধবার সকালে ওপারের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মুক্তিযোদ্ধা এই শিল্পী। তাঁর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান স্বাধীনবাংলা বেতারের সহযোদ্ধাসহ শিল্পী সমাজের অনেকেই। বলেন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্র সেনানীদের একজন কণ্ঠশিল্পী আবদুল জব্বার।