শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন আমজাদ হোসেন

শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন আমজাদ হোসেন

শেয়ার করুন

am

নিজস্ব প্রতিবেদক :

শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার রাতে আমজাদ হোসেনের মরদেহ স্পর্শ করে দেশের মাটি। বারডেমের হিমঘরে রাত কাটানোর পর সকালে আমজাদ হোসেনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সহকর্মী-বন্ধুরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য আমজাদ হোসেনকে নেয়া হয় এটিএন বাংলা কার্যালয়ে। সেখানে প্রথম জানাযা শেষে নেয়া হয় আমজাদ হোসেনের আমৃত্যু কর্মস্থল বিএফডিসিতে। এখানে দ্বিতীয় জানাযায় অংশ নেন চলচ্চিত্র অঙ্গনের সাবেক ও বর্তমান রথীমহারথীরা, যাদের অনেকেরই সুযোগ হয়েছিল আমজাদ হোসেনর সংস্পর্শে আসার।

দুপুর আড়াইটা্য় চ্যানেল আই প্রাঙ্গণে তৃতীয় নামাজে জানাজা শেষে আমজাদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় জামালপুরে। সেখানে রোববার সকাল ১০ টায় সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে জামালপুরেই।