রসিকতামূলক অনুষ্ঠান ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শো’

রসিকতামূলক অনুষ্ঠান ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শো’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

১৭ জানুয়ারি ২০১৭ থেকে এটিএন বাংলায় প্রথবারের মতো প্রচার হবে সূক্ষ রসিকতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শো’। এ উপলক্ষে শনিবার এটিএন বাংলার স্টুডিওতে এক ‘প্রিমিয়ার শো’ এবং এমওইউ স্বাক্ষর এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) জনাব নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) এম শামসুল হুদা, অনুষ্ঠানের প্রযোজক ও উপস্থাপক নাভীদ মাহবুব, মিস্টার টুইস্টস এর প্রতিনিধি আশফাকুর রহমান সহ এটিএন বাংলার উর্ধ্বতন প্রতিনিধি সহ সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়। সূক্ষ্ম রসিকতামূলক সাপ্তাহিক এ অনুষ্ঠানটি রচনা, প্রযোজনা ও উপস্থাপনায় রয়েছেন প্রকৌশলী, কর্পোরেট কর্ণধার, লেখক ও কমেডিয়ান নাভীদ মাহবুব। এতে রয়েছে সাম্প্রতিক ও পারিপার্শ্বিক বিষয় আর দৈনন্দিন জীবন ভিত্তিক নাভীদ মাহবুবের কমেডি।

আরও রয়েছে বিশিষ্ট অতিথিদের নিয়ে নাভীদের রসাত্মক আড্ডা। তারকা শিল্পী, উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, খেলোয়াড়, গায়ক, অভিনেতা, লেখক, সাংস্কৃতিক জগতের জনপ্রিয় মুখগুলো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন।

এছাড়াও মাঝে মাঝে রয়েছে অন্যান্য কমেডিয়ানদের কমেডি, হাস্যরসাত্মক ‘স্কিট’, সাম্প্রতিক ও সামাজিক বিষয়ের উপর সংবাদ পাঠের কায়দায় নাভীদের বিশ্লেষণ, স্টুডিও’র বাইরে থেকে নাভীদের রসাত্মক পরিবেশন আর সচেতনতামূলক তথ্য। পুরো অনুষ্ঠানটি ‘লাইভ’ দর্শকের উপস্থিতিতে নির্মিত হয়েছে।