রক অ্যান্ড রোল সংগীতের কিংবদন্তি চাক বেরি আর নেই

রক অ্যান্ড রোল সংগীতের কিংবদন্তি চাক বেরি আর নেই

শেয়ার করুন

_91970785_berry1_reutersবিনোদন ডেস্ক :

রক অ্যান্ড রোল সংগীতের অন্যতম কিংবদন্তি চাক বেরি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্থানীয় সময় শনিবার দুপুরে তিনি মারা যান। পুলিশ জানায়, শনিবার দুপুর থেকে বেরির কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। অচেতন অবস্থায় তাঁকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, দুপুরে মারা যান ৯০ বছর বয়স্ক এই সংগীতজ্ঞ।

প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। সুরকার, গীতিকার, গিটার বাদক ও গায়ক চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি ওরফে চাক বেরির জন্ম ১৯২৬ সালের ১৮ অক্টোবর মিসৌরি রাজ্যের সেইন্ট লুইসে। স্কুলে পড়ার সময়ই গানের সাথে জড়িয়ে পড়েন তিনি। ১৯৫২ সালে সেইন্ট লুইসে হাফস গার্ডেন নামে একটি ক্লাবে তিনি প্রথম কনসার্ট করেন।

১৯৫৫ সালে বের হয় তাঁর অ্যালবাম মেবেলিন। যার জন্য আসে আন্তর্জাতিক খ্যাতি। পঞ্চাশের দশকে চাক বেরির অসাধারণ সংগীত পরিবেশনা, শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ শ্রোতাদের বিভাজনকে দূরে সরিয়ে রেখেছিল। চাক বেরির সংগীত দিয়েই দ্য রোলিং স্টোনস এর যাত্রা শুরু। বিটলস কিংবদন্তি জন লেনন একবার বলেছিলেন, চাক বেরি না থাকলে হয়ত তাদের সংগীত জীবন শুরুই হতো না।