মিস ওয়ার্ল্ড ২০১৭ জিতলেন ভারতীয় সুন্দরী মানুসি ছিল্লার

মিস ওয়ার্ল্ড ২০১৭ জিতলেন ভারতীয় সুন্দরী মানুসি ছিল্লার

শেয়ার করুন

AR-171119109.jpg&MaxW=780&imageVersion=16by9&NCS_modified=20171119091356বিনোদন ডেস্ক :

মিস ওয়ার্ল্ড ২০১৭’র খেতাব জিতলেন একুশ বছর বয়সী ভারতীয় সুন্দরী মানুসি ছিল্লার।

শনিবার সন্ধ্যায় চীনের সৈকত শহর সানইয়ায় মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসরের জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার মাথায় ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের শিরোপাজয়ী পুয়ের্তোরিকোর স্টেফানি ডেল ভালে।

বিশ্বের ১২০টি দেশের সুন্দরীদের মধ্য থেকে এ বছরের সেরা সুন্দরীর খেতাব জিতলেন মানুসি। প্রথম রানার আপ হন মেক্সিকোর আন্দ্রে মেজা আর দ্বিতীয় রানার আপ ইংল্যান্ডের স্টিফেনি হিল। প্রতিযোগিতায় শেষ ৪০ জনের মধ্যে ছিলেন বাংলাদেশের সুন্দরী জেসিয়া ইসলামও। আড়াই ঘণ্টার ফাইনাল অনুষ্ঠানের ডিজাইন করেছে বেইজিং রাইজ।

উপস্থাপনা করেন ২০১৩ সালের মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং। মানুসি ছিল্লার ‘মিস ওয়ার্ল্ড’ জেতা ষষ্ঠ ভারতীয়। মানুসির মা-বাবা দুজনই চিকিৎসক। তিনি নিজেও মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী। পাশাপাশি কাজ করছেন মেয়েদের স্বাস্থ্য সচেতনতা  নিয়ে। এছাড়াও তিনি ভারতীয় কুচিপুড়ি নাচের শিল্পী।