ব্রেট লির ‘আন-ইনডিয়ান’ সিনেমা ভারতে

ব্রেট লির ‘আন-ইনডিয়ান’ সিনেমা ভারতে

শেয়ার করুন

unINDIAN.-Brett-Lee-as-Will-with-Tannishtha

সাইফুল ইসলাম রিয়াদ:

অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলার ব্রেট লি অভিনীত ‘আন-ইনডিয়ান’ সিনেমা শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে। ভারতের সাথে এ সিনেমাটিকে আরব আমিরতেও মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য আন-ইন্ডিয়ান সিনেমা প্রথম মুক্তি দেওয়া হয় অস্ট্রেলিয়াতে ৭ অক্টোবর ২০১৫ তে।

অনুপম শর্মার পরিচালনায় চার মিলিয়ন ডলার বাজেটের এ সিনেমাতে ব্রেট লির বিপরীতে অভিনয় করেছেন তান্নিষ্ঠা চ্যাটার্জি।

ছবির প্রমোশন চলাকালীন ব্রেট লি মুম্বাই মিররকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তার চুম্বক অংশ এখানে তুলে ধরা হল পাঠকদের জন্য।

মুম্বাই মিরর- আপনি নতুন ইনিংস (অভিনয়) শুরু করেছেন, এজন্য আপনার মাঝে কি কোন উত্তেজনা বিরাজ করছে?
ব্রেট লি– আমি বলিউডের কয়েকটি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম।  আমি এখনো খেলা নিয়ে ব্যস্ত আছি। বলিউডের প্রস্তাবের কিছুদিন পরেই অস্ট্রেলিয়ান এ সিনেমার প্রস্তাব আসে। স্ক্রিপ্ট দেখেই আমি অভিনয়ের জন্য রাজি হয়ে গিয়েছি। এ স্ক্রিপ্ট দেখে আমি চিন্তা করেছিলাম সিনেমাতে অভিনয়ের জন্য এটাই সুযোগ। তাই আর সুযোগ হাতছাড়া করিনি। এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ।

মুম্বাই মিরর আপনি কাজের সূত্রে অনেক ভারতীয়র সাথে মিশেছেন, তাদের থেকে কিছু শিখেছেন?
ব্রেট লি- সম্ভবত হোলি খেলার দৃশ্য থেকে। আমি মনে করেছিলাম হোলিতে সবাই পবিত্র কথা বলবেন। কিন্ত না সবাই রং নিক্ষেপ করেছিল, এটাতে যে এত মজা আমি জানতাম না!!!!

মুম্বাই মিরর- ভারতে আপনার অনেক ভক্ত রয়েছে। ভারতে আপনার সিনেমা মুক্তি হয়েছে এটা ভাবলে আপনার কি অনুভূতি হয়?
ব্রেট লি- এ ছবিটি একজন ভারতীয় তৈরি করেছেন। অস্ট্রেলিয়াতে মুক্তির পর ভারতেও মুক্তি পাবে এটার জন্য আমি অনেক হ্যাপি ছিলাম। আমি ভারতকে ভালবাসি, ভারতের সংস্কৃতি আমি ভালবাসি। যখনি আমি ভারতে আসি নিজেকে অনেক সম্মানিত মনে করি।

মুম্বাই মিরর- ভারতে সবচেয়ে স্মরণীয় স্মৃতি কি?
ব্রেট লি- ইডেন গার্ডেনে বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতিতে খেলাটা আমার স্মৃতিতে থাকবে সবসময়।

মুম্বাই মিরর- বালিউডের কার সিনেমা আপনি বেশি উপভোগ করেন?
ব্রেট লি- প্রীতি জিনতা এবং শাহরুখ খানের যেকোনো সিনেমা। এ দুজন আমার প্রিয় ব্যক্তিত্ব।

মুম্বাই মিরর- একজন ক্রিকেটারের নাম বলেন যিনি ভাল অভিনেতা হতে পারবেন।
ব্রেট লি- ওয়াটসন!

সূত্র- মুম্বাই মিরর