ব্যাংককে নেয়া হল আমজাদ হোসেনকে

ব্যাংককে নেয়া হল আমজাদ হোসেনকে

শেয়ার করুন

amjad-661619476নিজস্ব প্রতিবেদক :

গুরুতর অসুস্থ অভিনয়শিল্পী ও বরেণ্য পরিচালক আমজাদ হোসেনকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে বরেণ্য এই পরিচালককে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আমজাদ হোসেনের সঙ্গে গেছেন তাঁর দুই সন্তান সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। সপ্তাহখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকার তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। শুরু থেকেই তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভর্তির তিন দিনের মাথায় তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে কয়েক দিন ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। গুণী এই পরিচালকের স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় প্রতিবেদন দেখার পর ব্যাংককের হাসপাতাল চিকিৎসা চালিয়ে নিতে সম্মত হয় বলে জানান সোহেল আরমান। তিনি বলেন, ‘এখানকার চিকিৎসকেরা বলেছেন বাবার অবস্থা সংকটাপন্ন। কিন্তু পরিবার থেকে সবাই চাইছিল বাবাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার। সে মোতাবেক যোগাযোগ করি। ব্যাংককের হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দিন পর আজ বাবাকে সেখানে নিয়ে যেতে সম্মত হন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাই।’