বিশ্বসেরা দশ অভিনেত্রীর তালিকায় দীপিকা

বিশ্বসেরা দশ অভিনেত্রীর তালিকায় দীপিকা

শেয়ার করুন
এঞ্জোলিনা জোলির চেনা রুপে নতুন দীপিকা
এঞ্জোলিনা জোলির চেনা রুপে নতুন দীপিকা

বিনোদন ডেস্ক: 

ভারতীয় অভিনেত্রীদের মাঝে তিনিই ছিলেন ‘হাইয়েস্ট পেইড’ অভিনেত্রী। এবার সবাইকে তাক লাগিয়ে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের দলে নাম লিখিয়েছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের করা এ তালিকায় দীপিকা ১০ম স্থানে অবস্থান করছেন।

পিকু থেকে বাজিরাও মাস্তানি। একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন বলি পাড়ার এই হার্টথ্রব নায়িকা। অভিনয়ের অসাধারণ দক্ষতার কারণে প্রশংসিত হয়েছেন অনেকবার।

দীপিকা পাড়ুকোন বছরে ১০ মিলিয়ন ডলার আয় করেন। ভারতীয় মুদ্রায় যা ১০০কোটি টাকা ছাড়িয়ে যায়।

বিশ্বের হাইয়েস্ট পেইড ১০ অভিনেত্রীর তালিকা।

১। জেনিফার লরেন্স- তালিকার প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স।  তার বার্ষিক রোজগার ৪ কোটি ৬০ লক্ষ ডলার।

২। মেলিসা ম্যাককার্থী- যুক্তরাষ্টের অ্যাক্ট্রেস কাম কমেডিয়ান মেলিসার বার্ষিক আয় ৩কোটি ৩০ লক্ষ ডলার।

৩। স্কারলেট জোহানসন- ‘ঘোস্ট ইন দ্যা শ্যাল’ খ্যাত স্কারলেট বছরে আয় ২ কোটি ৫০ লক্ষ ডলার।

৪। জেনিফার অ্যানস্টিন- তালিকায় ৪র্থ অবস্থানে আছেন আছে জেনিফার। আর বার্ষিক আয় ২ কোটি ১০ লক্ষ ডলার।

৫। ফ্যান বিংগ বিং- তালিকায় ৫ম স্থানে আছেন চাইনিজ অভিনেত্রী ফ্যান। তার বার্ষিক রোজগার ১ কোটি ৭০ লক্ষ ডলার।

৬। চার্লিজ থ্যারন- ম্যাড ম্যাক্স খ্যাত তারকা চার্লিজ ৬নম্বরে অবস্থান করছেন। তার বার্ষিক আয় ১ কোটি ৬৫ লক্ষ ডলার।

৭। অ্যামি অ্যাডামস– ৫ বারের জন্য অস্কারে মনোনীত হওয়া অ্যামি আছেন তালিকার ৭ম স্থানে। অ্যামির বার্ষিক রোজগার ১ কোটি ৩৫ লক্ষ ডলার।

৮। জুলিয়া রবার্টস- জুলিয়া তালিকায় ৮ম স্থানে অবস্থান করছেন।  তার বার্ষিক রোজগার ১ কোটি ১২ লক্ষ ডলার।

৯। মিলা কুনিস- তালিকায় ৯ম স্থানে অবস্থান কর এ অভিনেত্রীর বার্ষিক আয় ১ কোটি ১০ লক্ষ ডলার।

১০। দীপিকা পাড়ুকোন- প্রথম ভারতীয় হিসেবে সেরা দশে অবস্থান করা দীপিকার বার্ষিক আয় ১ কোটি ডলার।