বিটিভিতে প্রচারিত হলো ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’

বিটিভিতে প্রচারিত হলো ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’

শেয়ার করুন

228704721_10157888775207172_7923858631595221500_n

।। এটিএন টাইমস প্রতিবেদক ।।

আজ ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজ্রুল ইসলামের মৃত্যুবার্ষিকীর আয়োজনে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হলো কবিকে নিয়ে নির্মিত  ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল।

ফেরদৌস খান পরিচালিত ও আল-আমীন খান প্রযোজিত ১ ঘন্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ডের এই প্রামান্য চলচ্চিত্রটি  গত ২৫ মে কবির জন্মবার্ষিকীর আয়োজনেও বিটিভিতে প্রচারিত হয়েছিলো।

আজ সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়ে বিজ্ঞপন বিরতিবিহীন কেবল মাঝখানে আজান ও সংবাদের বিরতি দিয়ে একটানা প্রচারিত হয় এটি।

ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে একাধিক সপ্তাহ প্রদর্শিত হয়।

নির্মাতা ফেরদৌস খান জানান, জাতীয় কবি কাজী নজ্রুল ইসলামের জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত এই কাজটি বাংলাদেশ ও ভারতের সমস্ত নজরুল তীর্থস্থানে শুটিং করা হয়েছে। তিনি আরো জানান, গবেষণা ও মূলকাজ মিলে দুই বছরের অধিক সময় লেগেছিল এটি নির্মাণ করতে।

প্রযোজনা প্রতিষ্ঠান ঢাকাস্থ নজরুল সেন্টারের ব্যানারে নির্মিত ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল ইতিমধ্যে নজরুল গবেষক, ভক্ত, পাঠক সবার কাছে দারুণ সমাদৃত হয়েছে।