বিজয় দিবসের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’

বিজয় দিবসের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’

শেয়ার করুন

smile-show_2
এটিএন টাইমস ডেস্ক :

মহান বিজয় দিবসকে সামনে রেখে, বর্ণাঢ্য আলো ঝলমলে সেটে, জমকালো পরিবেশনা, আর  ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে, এটিএন বাংলায় ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ১০.৫৫টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’। অনুষ্ঠানে থাকছে বিজয় দিবসের বিশেষ নৃত্য, ময়মনসিংহ গীতিকা, শাহ আবদুল করিমের বসন্ত বাতাসে গান সহ শিশুদের ভর্তিযুদ্ধ , অগনিত মোবাইল নাম্বার, ফেসবুক প্রশংসাপত্র, ফ্রি ওয়াই-ফাই সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসাত্মক স্কীড।
smile-show_3ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালা গানগুলোকে একত্রে ময়মনসিংহ গীতিকা বলা হয়। এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচার হয়ে আসছে। এ সময়ের শিল্পী সাজেদ ফাত্মী এমনই একটি গান উপহার দেবেন এই অনুষ্ঠানে। শিল্পী আরেফিন রুমির কন্ঠে রয়েছে শাহ্ আব্দুল করিমের বসন্ত বাতাসে গানটি। থাকছে বিখ্যাত ডিজনি ওর্য়াল্ড-এর উপর প্রতিবেদন। অনুষ্ঠানের স্কীড গুলোতে অভিনয় করেছেন রিনা খান , মাহবুবুর রহমান টনি ,আশরাফ কবির , লিটন , শশী, সহ আরও অনেকে। কৌতুক পারিবেশন করেন কায়েস খান ও আলমগীর । খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জিললুর রহমান।