দূর্গা পুজার বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’

দূর্গা পুজার বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’

শেয়ার করুন

Pujar dairy (7)বিনোদন ডেস্ক :

শরৎ শুভ্রতার ঋতু। শরৎ মানেই স্নিগ্ধতা। প্রকৃতিতে শরৎ মানেই নদীর তীরে তীরে কাশফুলের সাদা হাঁসি। আশ্বিন মাসের মাঝামাঝি যখন দূর্গা পূজার আয়োজন চলতে থাকে নীল ও পূজা দূরন্ত পাখির মত ছুটে বেড়ায় নদীর ধারে মাঠে- ঘাটে। বন্ধুত্বের আড়ালেও যেন পূজার চোখে ভালোবাসার ছাপ লক্ষ্য করা যায় কিন্তু নীল কে কখনোই বুঝতে দেয়না পূজা।Pujar dairy (4)দিনের আলো নিভে গেলে ডায়েরী লিখতে বসে পূজা ডায়েরী যেন পূজার অব্যক্ত কথা গুলোর প্রতিবিম্ব। অখিল পূজার জেঠাতো ভাই পূজাকে পছন্দ করে আর নীল পূজার ডায়েরী হাতে পেয়ে জানতে পারে পূজা তাকে ভালোবাসে। দুজনেই মনের অব্যক্ত কথা গুলো বলে দিতে চায়।  পূজা বৈদ্য বাড়ির মেয়ে নীল সরকার বাড়ির ছেলে এজন্য নীলের বাবা তাদের মেলামেশা কে ঠিক চোখে দেখেনা নীলের ছোট ভাইকে  দিয়ে বাবা জানিয়ে দেয় পূজার সাথে না মিশতে। সামাজিক মর্যদা, জাত বেজাতের লড়াইয়ের মধ্য দিয়ে গল্প টি আগাতে থাকে…  পূজা কার হবে নীল না অখিলের।Pujar dairy (1)এমনি গল্প নিয়ে এটিএন বাংলায় ২৯ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮.৫০ মিনিটে প্রচার হবে দুর্গা পুজার বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’। দয়াল সাহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি.ইউ. শুভ। অভিনয় করেছেন সজল, সারিকা, এস এন জনি।