থার্টি ফার্স্ট নাইটে ‘ইয়ামাহা নিউ ইয়ার সেলিব্রেশন ২০১৭’

থার্টি ফার্স্ট নাইটে ‘ইয়ামাহা নিউ ইয়ার সেলিব্রেশন ২০১৭’

শেয়ার করুন

new-year-celebration-2016_002

এটিএন টাইমস ডেস্ক :

‘নিউ ইয়ার ২০১৭’ উপলক্ষে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা এবার প্রচার করবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইয়ামাহা নিউ ইয়ার সেলিব্রেশন ২০১৭’।

রাজধানী ঢাকার, বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলা স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত। এ অনুষ্ঠানে থাকবে দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, ব্যান্ড দল ও নৃত্যশিল্পীদের জমকালো পরিবেশনা।

অনুষ্ঠানে দেশবরেণ্য ও জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি থাকবে উদীয়মান শিল্পীদের অংশগ্রহন। দীর্ঘদিন পর ব্যান্ডের হাসান (আর্ক) এ অনুষ্ঠানে পারফর্ম করবেন। আরো থাকবে ডলি সায়ান্তনী, রবি চৌধুরী, এস. আই টুটুল, তপন চৌধুরী, শুভ্রদেব, হাসান চৌধুরী, শফি মন্ডল, কনা, মারিয়া শিমু, সামিয়া জাহান, বাদশা বুলবুল, এবং দিনাত জাহান মুন্নীর পরিবেশনা। অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন চাঁদনী ও তার দল।

খন্দকার ইসমাইল ও ফাইজা খান এর উপস্থাপনায় ৫ ঘন্টা ব্যপ্তির এ অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন মুকাদ্দেম বাবু ও জিললুর রহমান।