ট্রাম্পকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন মাইকেল মুর

ট্রাম্পকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন মাইকেল মুর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন তথ্যচিত্র তৈরি করছেন। নাম দিয়েছেন ‘ফারেনহাইট ১১/৯’। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনা এবং মার্কিন নির্বাচন ও ট্রাম্পের নির্বাচিত হওয়ার তারিখের সাথে মিলিয়ে তথ্যচিত্রের নামকরণ করা হয়েছে।

পুরস্কার বিজয়ী এই নির্মাতা টুইটারে ও বিভিন্ন পত্রিকার ওয়েবসাইটে তথ্যচিত্রটি সম্পর্কে বলেন, ‘হ্যাঁ, আমি এই জগতে আমাদের খুঁজে পেতে একটি তথ্যচিত্র তৈরী করছি।’
বামপন্থী চলচ্চিত্র নির্মাতা মুর তথ্যচিত্রের নামটি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিন ৯ নভেম্বর, ২০১৬ তারিখকে বেছে নেন। তার আগের দিন যুক্তরাষ্ট্রে প্রেসিন্টে নির্বাচনে ভোটাভুটি সম্পন্ন হয়।

এদিকে এক দশকেরও বেশি সময় আগে মুর ‘ফারেনহাইট ৯/১১’ নামে যে তথ্যচিত্রটি তৈরি করেছিলেন ২০০৪ সালের কান চলচ্চিত্র উৎসবে তা প্যালমে দ’র পুরস্কার পায়। ১১ সেপ্টেম্বরের হামলা এবং আফগানিস্তান ও ইরাক যুদ্ধের পর মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর তিনি এই রাজনৈতিক তথ্যচিত্রটি নির্মাণ করেছিলেন।