চলে গেলেন মার্কিন সঙ্গীত শিল্পী দ্য কুইন অব সোল আরেথা ফ্রাঙ্কলিন

চলে গেলেন মার্কিন সঙ্গীত শিল্পী দ্য কুইন অব সোল আরেথা ফ্রাঙ্কলিন

শেয়ার করুন

President Bush presents the Presidential Medal of Freedom, Wednesday, Nov. 9, 2005, to singer Aretha  Franklin in the East Room of the White House. The Presidential Medal of Freedom is the nation's highest civilian award, and recognizes exceptional meritorious service. (AP Photo/Evan Vucci)

বিশ্বসংবাদ ডেস্ক :

চলে গেলেন মার্কিন সঙ্গীতে ব্যতিক্রমধারা সৃষ্টিকারী দ্য কুইন অব সোল খ্যাত আরেথা ফ্রাঙ্কলিন । অ্যাডভান্স প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহ স্পতিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই বিশ্ব বরেণ্য শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর ।

১৯৪২ সালের ২৫ মার্চ টেনেসি অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্কলিন। সঙ্গীতে বর্ণাঢ্য এক জীবন পার করেছেন তিনি। ২০১০ সালে টিউমারের ডায়াগনোসিসের পর আবারো মঞ্চে ফিরে আসেন ।  চিকিৎসকরা বারবার তাকে অবসরে যেতে বললেও ২০১৭ সালে তিনি আবারো মঞ্চে গান করেন। এরপর এলটন জন ফাউন্ডেশনের ২৫তম বার্ষিকীতে গান করার পর অবসরের ঘোষণা দেন তিনি।

৭৫ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছিল ফ্রাঙ্কলিনের রের্কড । ১৮ বার জিতেছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। ইউএস বিলবোর্ড হট ১০০ তে ৭৭ বার এসেছিল তার নাম। আরএন্ডবি চার্টেও ২০ বার এসেছিলেন তিনি। তার বিশ্বখ্যাত গান গুলো হল রেসপেক্ট, ইউ মেইক মি ফিল লাইক, চেইন অব ফুল, থিংক, আই নো ইউ ওয়ার ওয়েটিং ফর মি।