খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ওরা ৭ জন

খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ওরা ৭ জন

শেয়ার করুন

6beb3be5-7bba-43d1-b382-67a5a1e4c6eb

।। বিনোদন প্রতিবেদক ।।
একটি মুক্তিযুদ্ধের গল্প। স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে বিশাল ক্যানভাসে নির্মিত গুণী পরিচালক খিজির হায়াত খানের চলচ্চিত্র।

আমাদের স্বাধীনতা সংগ্রামে ৫ নম্বর সেক্টরে ছিল সিলেটের তামাবিল, লালখান এবং দুর্গাপুর। আর এই এলাকারই সীমান্তবর্তী অঞ্চলে পাহাড়ের সীমানায় শেষ হল ‘ওরা ৭ জনে’র টানা শুটিং।

আর এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন ছোট পর্দার পরিচিত মুখ আজম খান। বাবা আর মেয়ের আত্মত্যাগের একটি মর্মস্পর্শী গল্পে।

3ab486dd-51b2-4877-8649-57fee067d424

৭ জন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির নাম ‘ওরা ৭ জন’। আর কাকতলীয় ভাবে অভিনেতা আজম খানেরও এটা ৭ম চলচ্চিত্র।

২০১৫ সনে আজম খান প্রথম অভিনয় করেন ছোট পর্দায় একটি টেলিফিল্মে। এরপর ২০১৮ সনে প্রথম কাজ করেন সাপলুডু ছবিতে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত চারটি চলচ্চিত্র। সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’, রায়হান রাফির ‘দামাল’, প্রয়াত কবরী সারোয়ারের ‘এই তুমি সেই তুমি’ এবং বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’।

শখ থেকে অভিনয় করতে এসে, আজম খান এখন নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র আর বিজ্ঞাপনে।