কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই

শেয়ার করুন

subir-nondi
নিজস্ব প্রতিবেদক :

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার জামাই রাজেশ শিকদার।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছিলো দেশের কিংবদন্তি এই সংগীতশিল্পীকে। কিন্তু সুস্থ হয়ে আর দেশে ফেরা হলো না তার।

রাজেশ জানান, ভোরে মৃত্যু সংবাদটি ফোনে জানান সিঙ্গাপুরে সুবীর নন্দীর সাথে থাকা রাজেশের স্ত্রী ফাল্গুনী নন্দী। মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। তবে কবে কখন আনা হতে পারে সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রাজেশ। ৩০ এপ্রিল থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সুবীর নন্দী। গত শনিবার থেকেই তার অবস্থা নিয়ে সংশয়ে ছিলেন চিকিৎসকরা। দুইবার হার্ট অ্যাটাকের পর চারটি রিং পরানো হয়েছিলো সুবীর নন্দীর হার্টে। কিন্তু এরপরেও রোববার রাতে আবার হার্ট অ্যাটাক করেন তিনি।