কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পাম জিতলো জাপানি ছবি ‘শপলিফটার্স’

কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পাম জিতলো জাপানি ছবি ‘শপলিফটার্স’

শেয়ার করুন

3890এটিএন টাইমস ডেস্ক :

কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতলো জাপানের ছবি ‘শপলিফটার্স’। জাপানের কোরি-ইদা হিরোকাজুর এই ছবিকে দেওয়া হলো বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান।

শনিবার কানের সময় সন্ধ্যা সোয়া সাতটায় পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর। উৎসবের শেষ রাতের সবচেয়ে বড় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন এবারের জুরি বোর্ডের প্রধান হলিউড অভিনেত্রী ‘কেট ব্ল্যানশেট’।
2560
যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সংগঠন ক্লু-ক্লাক্স-ক্লান-এ একজন কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তার অনুপ্রবেশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ব্ল্যাক কে-ক্লানসম্যান পেয়েছে রানার-আপ পুরস্কার। এছাড়া পোল্যান্ডের পরিচালক পাওয়েল পাউলোকস্কি তার কোল্ড ওয়ার ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। সেরা চিত্রনাট্যকার পুরস্কার পেয়েছেন ইরানের জাফর পানাহি ও নাদের সায়েভার তাদের ‘থ্রি ফেসেস’ ছবির জন্য এবং ইতালি অ্যালিস রোরওয়াচার ‘হ্যাপি অ্যাজ লাজ্জারোর’ জন্য।

কাজাখস্তানের আইকা ছবির সেরা অভিনেত্রীর পুরন্কারটি জিতেছেন সামাল ইয়েসলিয়ামোভা । সেরা অভিনেতা ইতালির মার্সেলো ফন্তে। ছবির নাম ডগম্যান।