করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

শেয়ার করুন

selim_chowdhury

 

১০ দিন ধরেই জ্বরে ভুগছিলেন। সাধারণ জ্বর ভেবে হাসপাতালে যাননি। অবশেষে জানা গেল, করোনাভাইরাসে আক্রান্ত সেলিম চৌধুরী। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী ভর্তি হয়েছেন সিলেটের নর্থস্টার মেডিকেল কলেজ হাসপাতালে। শিল্পী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম চৌধুরী জানান, গত শনিবার নমুনা পরীক্ষার জন্য দেন। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। গত সোমবার হাসপাতালে ভর্তি হন। কোভিড–১৯–এর জন্য বিশেষায়িত অংশে তিনি ভর্তি আছেন।
লকডাউনের আগে গত ১১ মার্চ সেলিম চৌধুরী তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে চলে আসেন। শিল্পী বিয়ে করেননি। গ্রামের বাড়িতে এক বোন, তাঁর সঙ্গে থাকেন। একমাত্র ভাই থাকেন কানাডাতে।

সেলিম চৌধুরীর আত্মীয়স্বজন শিল্পীর খোঁজখবর নিচ্ছেন। তাঁর খালাতো বোন ডা. রাবেয়া বেগম নর্থস্টার হাসপাতালের চিকিৎসক। তাঁরই পরামর্শে শিল্পী এ হাসপাতালে আসেন।

গতকাল রাতে জ্বর তার এসেছিল আবার। আজ জ্বর নেই। আপাতত ভালো বোধ করছেন বলে জানিয়েছেন। দেশবাসী ও ভক্তদের কাছে তিনি দোয়া চেয়েছেন।