এটিএন বাংলায় ‘পৌষ মেলা ১৪২৩’

এটিএন বাংলায় ‘পৌষ মেলা ১৪২৩’

শেয়ার করুন

pous-mela-1423বিনোদন ডেস্ক:

এটিএন বাংলায় বৃহস্পতিবার ১২ জানুয়ারি বেলা ১টা ২৫মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘পৌষ মেলা ১৪২৩’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোশতাক হোসেন মাশুক।

নতুন প্রজন্মের কাছে দেশজ সংস্কৃতিকে বিস্তৃত পরিসরে তুলে ধরার প্রত্যয়ে বাংলা একাডেমি প্রাঙ্গনে সম্প্রতি আয়োজন করা হয় তিন দিনব্যাপী পৌষমেলা ১৪২৩। এ আয়োজনে তুলে ধরা হয়েছে নাগরিক পটভূমিতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যকে। ১৯ বছরের ধারাবাহিকতায় এই মেলা এ বছর রমনার বটমুল থেকে চলে এসেছে বাংলা একাডেমি প্রাঙ্গনে। pous-mela-1423_002

বরাবরের মতো এ বছরও মেলায় দেশজ পণ্যের সমাহার আর লোকজ সংস্কৃতির উপস্থাপনায় তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল পিঠা উৎসব যেখানে ছিল বিচিত্র সাজের, বাহারি গন্ধের পিঠা-পুলি, নলেন গুড় আর খেজুর রসে শিরনি পায়েস। নজরুল মঞ্চে পরিবেশন করা হয় দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক আবৃত্তি, একক সংগীত, পুঁথি পাঠসহ নানা আয়োজন।

মেলার মিডিয়া পার্টনার হিসেবে সমগ্র অনুষ্ঠানটি ধারণ করে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানটি উল্লেখযোগ্য অংশগুলো আজ প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।