এটিএন বাংলায় ঈদে ৯ পর্বের ধারাবাহিক ‘লেকুর এভারেস্ট জয়’

এটিএন বাংলায় ঈদে ৯ পর্বের ধারাবাহিক ‘লেকুর এভারেস্ট জয়’

শেয়ার করুন

LEKUR EVAREST JOY_2বিনোদন ডেস্ক :

এটিএন বাংলায় ঈদ উল আযহা উপলক্ষে প্রচার হবে ৯ পর্বের ধারাবাহিক নাটক ‘লেকুর এভারেস্ট জয়’। ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। বন্দাবন দাস এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধরী, শাহানাজ খশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম, কল্যাাণ কোড়াইয়া প্রমুখ।

LEKUR EVAREST JOY_5পুরো নাম লিয়াকত আলী সবাই ডাকে লেকু বলে। অপ্রাপ্ত বয়সে বাবা মারা গেছে-বেশ জমি জমা রেখে। লেখাপড়া বেশী হয়ে ওঠেনি তবে ক্লাস সেভেনে পড়ার সময় বইয়ে হিলারী ও তেনজিং এর এভারেস্ট জয়ের কাহিনী পড়ার পর থেকে  স্বপ্ন দেখে সেও একদিন এভারেস্ট জয় করবে। বাবা মারা যাওয়ার পর অল্প বয়সে অনেক সম্পত্তির মালিক হয়ে যাওয়ায়  স্বপ্নটা আরও বেশী ডানা মেলে ওঠে। সযোগটা নেয় তার চতুর বন্ধু মিন্টু। সে ইতমধ্যে দুই একবার নেপালে গেছে। মিন্টু তাকে এভারেস্ট জয় করার সব ধরণের সহযোগিতা করার দায়িত্ব গ্রহণ করে। শুরু হয় নেপাল যাত্রার প্রস্তুতি।

নেপাল গিয়ে অজ্ঞ লেকু মিন্টুর চালাকি ধরতে পারে না। ঘটনাক্রমে হোটেলের মালিকের মাধমে লেকুর পরিচয় ঘটে আলীর সাথে। চৌকস শেরপা হিসেবে অনেক অভিযানের সাথী শের আলী। তার সাথে পরিচয়ের পর লেকুর বোধদয় ঘটে এভারেস্ট জয় বা পর্বতাহরণ কত কঠিন বিষয়…। কিন্তু বন্ধুর কারণে শুরু হয় নতুন জটিলতা….।