এটিএন বাংলার ব্যতিক্রমী আয়োজন ‘করোনা: বদলে যাওয়া জীবন’

এটিএন বাংলার ব্যতিক্রমী আয়োজন ‘করোনা: বদলে যাওয়া জীবন’

শেয়ার করুন

 

KK_1

বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। শিা প্রতিষ্ঠান বন্ধ। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, গণপরিবহন সবকিছুই চলছে সীমিত পরিসরে। কয়েক মাসের ব্যবধানে মানুষের জীবন যাপনে এসেছে ব্যাপক পরিবর্তন। করোনার করাল গ্রাসে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। বেকার হয়ে পড়েছে ল ল মানুষ। জীবনের বোঝা বইতে না পেরে অনেক খেটে খাওয়া মানুষ রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছে। করোনায় বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের পরিবর্তিত জীবনযাত্রা নিয়ে এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘করোনা: বদলে যাওয়া জীবন’। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার সকাল ১০.৩০ মিনিটে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। আরজে সায়েম এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্ব পালন করছেন মোশতাক হোসেন মাশুক।

KK_5
অনুষ্ঠানে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে এটিএন বাংলার প্রোডাকশন টীমের সদস্য ঘুরে ঘুরে তুলে আনছেন বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের বদলে যাওয়া জীবনগাঁথা।