এক মিলিয়ন ডলারের বিনিময়ে জামিন পেলেন হার্ভে উইনস্টেইন

এক মিলিয়ন ডলারের বিনিময়ে জামিন পেলেন হার্ভে উইনস্টেইন

শেয়ার করুন

weinstein-police-dept-rt-ml-180525_hpMain_4x3_992
বিশ্বসংবাদ ডেস্ক :

এক মিলিয়ন ডলারের বিনিময়ে যৌন নিপিড়নের মামলায় জামিন পেয়েছেন হলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইন। ম্যানহাটনের একটি আদালত শুক্রবার তাকে জামিন দেন।

এর আগে একই দিন স্থানীয় সময় সকালে নিউইয়র্ক পুলিশের কাছে ধরা দিলে ৬৬ বছর বয়সী এই প্রযোজককে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে আদালতে তোলা হয়।

এক অভিনেত্রীকে ধর্ষণ ও আরেক অভিনেত্রীকে বিকৃত যৌনতায় বাধ্য করার অভিযোগে উইনস্টেইনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে।

গত বছরের অক্টোবরে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুটি প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্কার। এতে পুরো বিশ্বের রূপালি জগতে কাঁপুনি ধরে যায়। হলিউডের অনেক খ্যাতিমান তারকারা উইনস্টেইনের যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলতে থাকেন। শুরু হয় ‘মি টু’ শীর্ষক প্রচারণা, যার মাধ্যমে বলা হতে থাকে ‘আমিও নিপীড়নের শিকার হয়েছি।

এই প্রচারণা হলিউড ছাড়িয়ে বলিউডসহ পুরো বিশ্বের নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বরখাস্ত হন হার্ভে উইনস্টেইন।