একান্নবর্তী পারিবারিক গল্পের ধারাবাহিক ‘আয়নাঘর’

একান্নবর্তী পারিবারিক গল্পের ধারাবাহিক ‘আয়নাঘর’

শেয়ার করুন

বিনোদন ডেস্ক:

এটিএন বাংলায় মঙ্গলবার ২৬ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক।

নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, আল মনসুর, সাবেরি আলম, নাদিয়া, সোনিয়া, অহনা, আমব্রিন, অপুর্ব, শহীদুজ্জামান সেলিম ও সাব্বির তপনসহ আরো অনেকে।

মুলত একটি পারিবারিক গল্পকে কেন্দ্র করেই ধারাবাহিকটি নির্মিত। একই পরিবারে তিন ভাই তাদের স্ত্রী ও সন্তানকে নিয়ে একসঙ্গে থাকেন। পরিবারের কর্তা বড় ভাই। সকল সিদ্ধান্তই তার মতামতের উপর ভিত্তি করে নেওয়া হয়। এমনই একটি একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তৈরী হয়েছে ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’।

নাটকের নামকরনের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে নিজেদের বিবেককে। বর্তমান সময়ে মানুষ একক পরিবারে থাকতে বেশি পছন্দ করেন। কিন্তু পরিবারের সকলকে নিয়ে থাকার মাঝে যে আনন্দ আছে তা এই নাটকে বোঝানো হয়েছে।