আয়নাবাজির ‘ভেলকি’ দেখার অপেক্ষায়

আয়নাবাজির ‘ভেলকি’ দেখার অপেক্ষায়

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

বিখ্যাত বিজ্ঞাপণ নির্মাতা অমিতভ রেজা চৌধুরীর মুক্তি প্রতীক্ষিত প্রথম সিনেমা আয়নাবাজি ৩০ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পাবে।

আয়নাবাজিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নাট্যভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং শিল্পী পার্থ বড়ুয়া।

আয়নাবাজি সিনেমাটি একজন দক্ষ অভিনেতার গল্প কেন্দ্র করে নির্মিত হয়েছে। যার অভিনয় দক্ষতা প্রাকৃতি প্রদত্ত। যিনি যেকোন চরিত্রের সাথে সহজেই মানিয়ে নেন।

তিনি চাইলে যেকোন কিছুর রুপ ধরতে পারেন। এককথায় বহুরুপি। আমরাতো ঢাকা শহরের উপরের দিকটাই জানি কিন্ত ঢাকা শহরের গভীরের অজানা গল্প নিয়েই আয়নাবাজির গল্প এগিয়ে যায়।chanchal-120150901162527

আয়নাবাজির অসাধারণ চরিত্র ‘আয়না’ রূপদান করেছেন চঞ্চল চৌধুরী।

আয়নাবাজি সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, আমাদের দেশের দর্শকদের একটা অভিযোগ আছে যে আমাদের দেশে ভাল নাটক সিনেমা তৈরী হয়না, কিন্ত আমরাও অভিযোগ করতে পারব আমাদের দেশে অল্প কিছু হলেও ভাল নাটক সিনেমা তৈরী হয়। হয়তবা তা দর্শকদের চোখ এড়িয়ে যায়।

সিনেমাটির সফলতা সম্পর্কে তিনি বলেন, সফলতা হলো দর্শকদের নিকট। দর্শকদের কাজ হল ভাল মন্দ আলাদা করা। আয়নাবাজি যদি সফল হয় এরকম ভিন্নধর্মি গল্পে আরও ভাল ভাল সিনেমা বাংলাদেশে তৈরি হবে।

আয়নাবাজির নায়িকা নাবিলা বলেন, আমি চাইনা কেউ এ সিনেমাটি মিস করুক। সিনেমার ২ ঘণ্টা ৩০ মিনিট আপনাকে অন্যজগতে রাখবে।

এখন দেখার অপেক্ষা আয়নাবাজি দর্শকদের কি ‘ভেলকি’ দেখায়।