আসিফের জামিন ও রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আসিফের জামিন ও রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

শেয়ার করুন

1528250470_asif-akbar_2নিজস্ব প্রতিবেদক :

তথ্যপ্রযুক্তি আইনের কারাগারে গেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ নির্দেশ দেন।

এর আগে, সকালে আসিফকে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রলয় রায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন আসিফের আইনজীবী। পরে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদী সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনকে হত্যার হুমকি দিয়েছেন আসামি আসিফ। তিনি ফেসবুক লাইভে এসে, লাখ লাখ মানুষকে শুনিয়ে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন।

আবেদনে আরও বলা হয়েছে, মামলায় আরো যারা অভিযুক্ত, তাদের পূর্ণাঙ্গ পরিচয় এবং মূল ঘটনা উন্মোচনের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় আসিফকে এফডিসির পাশে তার স্টুডিও থেকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম।