আইএমডিবিতে আয়নাবাজির ভেলকি!

আইএমডিবিতে আয়নাবাজির ভেলকি!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলা সিনেমার ইতিহাসে ‘আয়নাবাজি’ ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) রেটিং পয়েন্টে সেরা অবস্থানে আছে। আইএমডিবি রেটিং পয়েন্টে আয়নাবাজির রেটিং পয়েন্ট হল ১০ এর মধ্যে ৯.৯। যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

aynabaji-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bfইন্টারনেট মুভি ডাটাবেজ সংক্ষেপে আইএমডিবি হল সিনেমা, টেলিভিশন প্রোগ্রাম এবং ভিডিও গেমসের অনলাইন তথ্যভান্ডার।

একটি শহরের গল্পে আবর্তিত আয়নাবাজি বাংলাদেশি মনস্তাত্ত্বিক থ্রিলার। সফল বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার এই ছায়াছবিকে ঘিরে ছিল দর্শকদের বিশেষ আগ্রহ। ফলে ছবিটি মুক্তির পরপরই ছড়িয়েছে উচ্ছ্বাস।

সে উচ্ছাস এখনো কাটেনি। তারই প্রভাব পড়ল আইএমডিবি রেটিংয়ে। বাংলাদেশের সিনেমা জগতের ইতিহাসে এ প্রথম আয়নাবাজি সর্বোচ্ছ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

আয়নাবাজিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নাট্যভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং শিল্পী পার্থ বড়ুয়া। আয়নাবাজির অসাধারণ চরিত্র ‘আয়না’ রূপদান করেছেন চঞ্চল চৌধুরী।

আইএমডিবির রেটিং পয়েন্ট দেখতে ও রেট করতে ক্লিক করুন