অর্ধশতাধিক অভিনয় শিল্পীদের নিয়ে ধারবাহিক ‘নাটাই ঘুড়ি’

অর্ধশতাধিক অভিনয় শিল্পীদের নিয়ে ধারবাহিক ‘নাটাই ঘুড়ি’

শেয়ার করুন

 

Drama Serial Natai Ghuri

অর্ধ শতাধিক অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত হচ্ছে এটিএন বাংলায়র ধারাবাহিক ‘নাটাই ঘুড়ি’। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ২১ অগাস্ট থেকে রাজধানীর উত্তরার চারটি শুটিং হাউসে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শুটিং চলবে ২৭ আগস্ট পর্যন্ত। শিগগিরই এটিএন বাংলায় ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন রওনক হাসান, কাজী উজ্জল, আব্দুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, লাক্স সুপারস্টার অরিন, চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী,  রিমু খন্দকার, এলিনা শাম্মী, ফেরারী অমিত, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু, আজম খান, তামান্না সরকার, কাদরী, সাইকা আহমেদ, ফরহাদ হায়দার, রওশন শরীফ, রোবাইদা খান এষা, আশা, আশরাফুল আশীষ, কানিজ শবনম সুখী, সানিয়া জারা, আনোয়ার হোসেনসহ অর্ধ শতাধিক অভিনয়শিল্পী।

পরিচালক এমদাদুল হক খান বলেন, “ধারাবাহিকটির কাহিনীর ক্যানভাস বড় হওয়ার জন্যই এতে অর্ধশতাধিক অভিনয়শিল্পীর সম্মিলন ঘটানো হয়েছে। এছাড়া নাটকে গল্পের প্রয়োজনেই চারটি আলাদা আলাদা শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। আশা করি, প্রচার শুরু হলে দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।”

পরিচালক আরো জানান, ইতিমধ্যে ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটির টাইটেল সঙের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। হাফসা আলমের লেখা ও অমিত চ্যাটার্জির সুর-সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।

ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।