নিশাত আনজুম, ক্যাম্পাস প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভি ও এন্টারপ্রেনারশিপ (আইসিই) সেন্টারের উদ্যোগে শুরু হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ২০২০। শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের আগ্রহ, দক্ষতা ও নেটওয়ার্কিং শক্তি বাড়ানোর জন্য আইসিই সেন্টার কর্মসূচি গ্রহণ করছে। সেন্টারের নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ওএসএল ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক রাশেদুর রহমান, “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে নির্বাচিতরা ১০০ ঘণ্টা দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সুযোগ পাবে। তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা মনন বিকাশে সহায়তা করবে কর্মসূচি।” তিনি আরও বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্যোক্তা মনন বিকাশ ও শিল্পখাতসংশ্লিষ্ট কাজের সুযোগ তৈরিতে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভি ও এন্টারপ্রেনারশিপ (আইসিই) সেন্টার।’
যুক্তরাষ্ট্রের এমআইটির উদ্যোক্তা উন্নয়ন পাঠ্যক্রমের সামঞ্জ্যে ইনোভেশন, ক্রিয়েটিভি ও এন্টারপ্রেনারশিপ (আইসিই) সেন্টারের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি তৈরি করা হয়েছে। কর্মসূচিতে বুটক্যাম্প ও শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে নির্বাচিতরা। সরকারের বিভিন্ন অধিদফতর ও বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও উন্নয়ন সংস্থাগুলো সরাসরি পরামর্শ দেবে উদ্যোক্তাদের।
নানান ক্ষেত্রে ৪১টি উদ্ভাবনী আইডিয়া, উদ্যোগ ভাবনা, সমস্যার কার্যকর সমাধানকে নির্বাচিত করে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে প্রশিক্ষণ দেয়া হবে। কর্মসূচিতে আবেদনের ঠিকানা: http://ice.du.ac.bd/apply-for-edp/; যে কোনো প্রয়োজনে ইমেইলে যোগাযোগ: ed.ice@du.ac.bd