সাংবাদিকতায় পড়াশোনা

সাংবাদিকতায় পড়াশোনা

শেয়ার করুন

 

সাইফুল ইসলাম রিয়াদ :

যুগের সাথে পাল্লা দিয়ে আসছে নতুন নতুন টেলিভিশন চ্যানেল, সংবাদ পত্র এবং অনলাইন নিউজ পোর্টাল। যেগুলোকে আমরা গণ-মাধ্যম হিসেবে জেনে থাকি। এসব গণমাধ্যম সঠিক ভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন দক্ষ জনবল। “গণযোগাযোগ ও সাংবাদিকতা” তেমনি একটা বিষয়।

এই বিষয়ে পড়ে হতে পারেন একজন দক্ষ গণমাধ্যম কর্মী। সর্বপ্রথম বিষয়টি পড়ানো শুরু হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত “ঢাকা বিশ্ববিদ্যালয়ে”।

পর্যায়ক্রমে চালু হয় রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় “গণযোগাযোগ ও সাংবাদিকতা” নামে পড়ানো হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় “জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ” নামে।

সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও চালু করে সাংবাদিকতা বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে “জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ” নামে। ড্যাফোডিল, স্টেট, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় “গণযোগাযোগ ও সাংবাদিকতা” নামে।

“মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ” নামে পড়ানো হয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে “মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন” নামে কোর্সটি চালু রয়েছে।

ক্যারিয়ার

বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হচ্ছে সাংবাদিকতা। বর্তমানে দেশে ৪০ টির মত মত টেলিভিশন চ্যানেল ছাড়াও বহু দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। এসব মিডিয়াতে রয়েছে আকর্ষণীয় বেতনে পার্টটাইম ও ফুল টাইম ক্যারিয়ার গড়ার সুযোগ। আর প্রতিষ্ঠানগুলো বরাবরই দক্ষ কর্মীদের সুযোগ দেয়। এ পেশায় খ্যাতি, সুনাম, সুপরিচিত পাশাপাশি রয়েছে উজ্জ্বল জীবনের হাতছানি। সাংবাদিকতা পেশা হিসেবে নিতে চাইলে ভর্তি হয়ে যেতে পারেন এই বিষয়ে।

ভর্তি প্রক্রিয়া

ইতিমধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় গুলো ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সরকারিতে পড়তে চাইলে সাংবাদিকতা বিভাগের অন্তর্ভুক্ত অনুষদে পরীক্ষা দিয়ে আপনিও এ বিভাগের একজন ভাগ্যবান শিক্ষার্থী হতে পারেন। এই অনুষদে ভাল করতে হলে সাধারণ জ্ঞান এবং ইংলিশে ভাল দক্ষতা অর্জন করতে হবে।

সরকারিতে পড়ার সুযোগ না পেলে হতাশ হবার প্রয়োজন নেই। পছন্দমত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও একজন দক্ষ সংবাদ কর্মী হওয়া সম্ভব।