শিক্ষকরাই আসল প্রশ্ন ফাঁসকারী : শিক্ষামন্ত্রী

শিক্ষকরাই আসল প্রশ্ন ফাঁসকারী : শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষকরাই আসল প্রশ্ন ফাঁসকারী। এ অভিযোগ তুললেন স্বয়ং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিজি প্রেসের অসাধু কর্মকর্তা-কর্মচারিদের যোগসাজশেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানান মন্ত্রী।

পাবলিক পরীক্ষা আর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর এখন স্কুলের প্রথম শ্রেণির প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ উঠছে। সব মিলিয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যেন; মানসম্মত শিক্ষা ব্যবস্থার অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে।

রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাখাতের দুর্নীতি অনিয়ম বন্ধে বিভিন্ন সুপারিশ ও মূল্যায়ন তুলে ধরেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে, শিক্ষার্থীদের পরীক্ষার আধঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের নিয়মসহ প্রশ্নপত্র ছাপা, বিতরণে অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। কিছু অসাধু শিক্ষকের কারণে প্রশ্নপত্র ফাঁস বন্ধে পুরোপুরি সাফল্য আসেনি বলে মনে করেন তিনি।

ভালো শিক্ষকরাও শ্রেণিকক্ষে ভালো করে পড়ান না বলে অভিযোগ শিক্ষামন্ত্রীর।

বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা আইন প্রায় চূড়ান্ত হয়েছে এবং সংসদের আগামী অধিবেশনেই এটি পাশের জন্য উঠতে পারে।