রোববারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

রোববারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

শেয়ার করুন

জেএসসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক :

অনিবার্য কারণে রোববারের জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সব স্থগিত পরীক্ষাগুলো আগামী শুক্রবার, ৯ নভেম্বর, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন  শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন। গত  বৃহস্পতিবার শুরু হয় এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী: দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি  পরীক্ষায় অংশ নিচ্ছে। এ

বার জেএসসি-জেডিসির ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।  আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দিচ্ছে।