মেডিকেল প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মেডিকেল প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ৬ অক্টোবর সারাদেশে মেডিকেলে ভর্তির এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ব্রিফিং-এ মন্ত্রী জানান, প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো এবং কেন্দ্র পর্যন্ত পৌছে দিতে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। পরীক্ষায় কোন ধরণের অনিয়মের সুযোগ থাকবেনা।

ব্রিফিং-এ জানানো হয়, এ বছর ঢাকায় ৫টি এবং জেলা শহরের ১৫টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৮২ হাজার ৮শ ৫৬জন জন ছাত্রছাত্রী অংশ নেবে। মোট ৯ হাজার ৩শ ৪৩টি আসনের মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩শ ১৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোকে ৬ হাজার ২৫টি আসন রয়েছে।