মেডিকেলে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটা যাবে

মেডিকেলে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটা যাবে

শেয়ার করুন

1475081524-NEETনিজস্ব প্রতিবেদক :

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায়, পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে পাঁচ নম্বর, আর পূর্ববর্তী বছরে যারা সরকারি কলেজে ভর্তি হয়েছে তাদের ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশি ছাত্র-ছাত্রীদের কোটা পূর্বের মত ৫০ শতাংশ বহাল থাকবে।

আগামী শিক্ষাবর্ষ থেকে বিডিএস-এর কোর্স পাঁচ বছর মেয়াদী হবে। বিজ্ঞপ্তিতে বলা হয় সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়।