‘বেসরকারি মেডিকেলে কোর্স ফি ১৯ লাখ ৯০ হাজার টাকা নেয়া কেন অবৈধ...

‘বেসরকারি মেডিকেলে কোর্স ফি ১৯ লাখ ৯০ হাজার টাকা নেয়া কেন অবৈধ না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি মেডিকেল কলেজে কোর্স ফি হিসেবে ১৯ লাখ ৯০ হাজার টাকা নিতে সরকারের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের জন্য ১৯ লাখ ৯০ হাজার টাকা ফি নির্ধারণ করে, ২০১৪ সালে বিজ্ঞপ্তি দেয় সরকার। ওই বিজ্ঞপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে গতকাল ২৮ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।