বিশ্বসাহিত্য কেন্দ্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বিশ্বসাহিত্য কেন্দ্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

শেয়ার করুন

15978375_10210296267475964_1714487735_nনিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে উচ্চশিক্ষা বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে উচ্চশিক্ষা বিষয়ক নন-প্রফিট অর্গানাইজেশন ‘হায়ার স্টাডি অ্যাবরোড’।

দুপুর তিনটায় আয়োজন করা এই সেমিনারে আলোচনা করেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির মাস্টার্স শিক্ষার্থী এম ফয়সাল রিয়াদ ও প্রেইরি ভিউ এ অ্যান্ড এম ইউনিভার্সিটির ন্যানোনেটওয়ার্কস রিসার্চ শিক্ষার্থী তানজিলা চৌধুরী।

সেমিনারে উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়া নিয়ে সাধারণ আলোচনা, বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য যুক্তরাষ্ট্র স্কলারশিপ ও গবেষণার সুযোগ, বিদেশে উচ্চশিক্ষার্থে নারীদের সুযোগসুবিধা, প্রতিবন্ধকতা ও প্রতিকার সহ নানান বিষয়ে আলোচনা করা হয়।