বিশ্ববিদ্যালয়গুলোকে কারিকুলাম পরিবর্তনের পরামর্শ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোকে কারিকুলাম পরিবর্তনের পরামর্শ রাষ্ট্রপতির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনে কারিকুলাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও সর্বশেষ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো-কে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান উপলক্ষে  বিশেষ এই সমাবর্তনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউকিয়া আমানো বলেন, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এর নির্মাণে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের পরামর্শ দেন তিনি। আর এ ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সব রকম সহায়তা দেবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।