দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ

শেয়ার করুন

1441649881নিজস্ব প্রতিবেদক :

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। শতভাগ সাক্ষরতা অর্জনে সরকার কাজ করছে বলে জানান তিনি। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কতোদিন চলবে, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। শোভাযাত্রা, আলোচনা সভা ও সেমিনারসহ বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।