ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ১১ %

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ১১ %

শেয়ার করুন

admission-test1ঢাবি প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ১১ ভাগ।

সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও প্রশাসনিক ভবনে ফল পাওয়া যাবে।

মোট তিন হাজার ৮০০ পরীক্ষার্থী পাশ করেছে। যা মোট পরীক্ষার্থীর মাত্র ১১ ভাগ। ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৬১৬ জন। বিশ্ববিদ্যালয়ের কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের বিভাগ গুলোতে ভর্তির সুযোগ পাবেন দুই হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

ফলাফল জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় এই লিংকে প্রবেশ করে উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করে ফলাফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও দেখা যাবে ফলাফল। যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।