জেন ল্যাবের আন্ত:ধর্ম সম্প্রীতি বিষয়ক পলিসি ক্যাফে অনুষ্ঠিত

জেন ল্যাবের আন্ত:ধর্ম সম্প্রীতি বিষয়ক পলিসি ক্যাফে অনুষ্ঠিত

শেয়ার করুন

ইসরাত বিনতে রউফ: বাংলাদেশ পিস ও হারমনি উইক ২০১৯ এর অংশ হিসেবে  টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে আন্ত:ধর্ম সম্প্রীতি এবং সহাবস্থানের ভূমিকা নিয়ে ঢাকায় ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে জেন ল্যাবের পলিসি ক্যাফে। সমাজে আন্তঃধর্ম সম্প্রীতি, শান্তিপূর্ণ সহবস্থান ও আন্তরিকতা বিকাশে তরুণদের অংশগ্রহণ ও রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে ঢাকার ডেইলি স্টার ভবনে সামাজিক গবেষণা ও দক্ষতা বিকাশের সংগঠন জেন ল্যাব আয়োজন করে পলিসি ক্যাফের গোলটেবিল বৈঠক। আন্তঃধর্ম সম্প্রীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন বিশেষজ্ঞদের সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন গোলটেবিল বৈঠকে। বিভিন্ন শ্রেণি-পেশার ২০জন বিশেষজ্ঞ ও বক্তা বক্তব্য রাখেন গোলটেবিল আলোচনায়।Gen Lab Policy Cafe (1)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর রোজালে লাপ্ল্যান্টে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মানবাধিকার বিশেষজ্ঞ অড্রে অ্যাসেইস, তরিকত ফেডারশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম ২ আসনের সাংসদ সৈয়দ নাজিবুল বাশার মাইজভান্ডারি এমপি, সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তায়েব বাশার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নির্মল সভাপতি রোজারিও। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী নুরুল ইসলাম ও আইনের শিক্ষক প্রিয়াংকা বোস কান্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শেহরীন আতাউর খান, নর্দান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. কাজী শাহাদাত কবির, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ফেলো ও আইক্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইরিন খান, চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট তানবীর সিদ্দিকি, ইউএন হ্যাবিট্যাটের পরামর্শক এসএম সৈকত,ইউএনডিপির ফয়সাল বিন মজিদ ও সিদ্ধার্থ গোস্বামী, বাংলাদেশ আনসার ও ভিডিপির নিমাই কুমার দাশ, ইউএনওয়াইএসএবির প্রেসিডেন্ট শ্যামি ওয়াদুদ, জেসিআই প্রধান ইমরান কাদির, সামাজিক গবেষক জাহিদ হোসাইন খান, ও জেন ল্যাবের প্রধান রাতুল দেব।

গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে তরিকত ফেডারশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম ২ আসনের সাংসদ সৈয়দ নাজিবুল বাশার মাইজভান্ডারি এমপি জানান, ‘আন্তধর্ম সম্প্রীতি বিকাশের জন্য আমাদের মুক্ত আলোচনা বাড়ানো জরুরি। আমাদের সমাজে সম্প্রীতি বিকাশের মত বিভিন্ন বিষয় নিয়ে তরুণ প্রজন্ম যেভাবে কাজ করছে তাদের কাজকে আরও বেশি উৎসাহ দেওয়া উচিত। আমাদের পাঠ্যক্রম এবং সামাজিক সংগঠনগুলোকে শক্তিশালী করা জরুরী।‘ বৈঠকে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর রোজালে লাপ্ল্যান্টে বলেন, ‘বাংলাদেশের সম্প্রীতি থেকে অন্যদেশের শেখার অনেক কিছু আছে। আমরা আরও গভীর সামাজিক সম্পর্ক নিয়ে জানতে চাই।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত জানান, ‘আমাদের সামাজিক মূল্যবোধের গভীরতা অনেক বেশি। আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের সব বাঁধা প্রতিকূলতা দূর করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। টেকসই উন্নয়নে মানবাধিকারের গুরুত্ব বেশি বলেই সম্প্রীতি নিয়ে ভাবতে হবে অনেক বেশি।’

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মানবাধিকার বিশেষজ্ঞ অড্রে অ্যাসেইস বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। তারুণ্যই বাংলাদেশের বড় শক্তি। তরুণদের আরও বেশি সামাজিক সম্পর্ক গঠনে ভূমিকা রাখা প্রয়োজন।’ বৈঠকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তনীরা নিজেদের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন অভিজ্ঞতা ও সম্পর্ক বিকাশ সম্পর্কে জানান। সুফি চিত্রশিল্পী আইরিন খান বলেন, ‘মানুষের বিশ্বাসকে আরো গভীর করার জন্য সামাজিকভাবে মুক্ত-আলোচনা বিশেষভাবে বাড়ানো প্রয়োজন। সবাইকে অন্যের বিশ্বাস সম্পর্কে জানা প্রয়োজন।’ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রিয়াঙ্কা বোস কান্তা জানান, ‘আমাদের তরুণদের আরো বেশি মাত্রায় সহনশীলতা ও অন্যকে জানার আগ্রহ থাকা জরুরী।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আতাউর খান বলেন, ‘আমাদের তরুণদের কথা বলতে হবে, প্রশ্ন করার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হতে হবে।’ পলিসি ক্যাফে নিয়ে জেন ল্যাবের প্রধান রাতুল দেব বলেন, ‘আমরা উন্নয়নের অনেক সূচকে সামনে এগিয়ে যাচ্ছি। সম্প্রীতি বাংলাদেশের উন্নয়নের বড় শক্তি। সামনের দশকের জন্য বাংলাদেশকে আরও গতিশীল করে তুলতে ধর্মভিত্তিক যেসব সামাজিক সংকট আছে তা দ্রুত সচেতনভাবে জানতে বুঝতেই পলিসি ক্যাফে। আগামী দিনগুলোতে নাগরিক সমাজের ভাবনাকে সরকার ও প্রশাসনে যুক্ত করতেই টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে আন্ত:ধর্ম সম্প্রীতি এবং সহাবস্থানের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি।’

ছবি: সামিউর রউফ