জেএসসি-জেডিসিতে বিষয় এবং নম্বর কমানোর সিদ্ধান্ত

জেএসসি-জেডিসিতে বিষয় এবং নম্বর কমানোর সিদ্ধান্ত

শেয়ার করুন

back-20141107_Mahmud-Hossain-Opu0004_0নিজস্ব প্রতিবেদক :

চলতি বছর ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি এবং জেডিসি’র বিষয় এবং নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, জেএসসি’র সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হবে। বর্তমানে চতুর্থ বিষয়সহ মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়। অন্যদিকে জেডিসিতেও ২০০ কমিয়ে ৯৫০ নম্বর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেএসসিতে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে হবে ১০০ নম্বরের একটি পরীক্ষা। বর্তমানে দুই পত্রের জন্য আলাদা দু’টি পরীক্ষা হয়, যার মোট নম্বর ১৫০। চতুর্থ বিষয়ের পরীক্ষা এখন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে।